হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ বণাঢ্য র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
গতির খেলা আর নয়, এবার হোক জীবনের জয়’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ দেশের অন্যন্ন স্থানের মত বাগেরহাটের কাটাখালি বিশ্বরোড মোড়ে খুলনা হাইওয়ে পুলিশ রিজিওন প্রথম বারের মত সেবা সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। এই সময় বাগেরহাটের কাটাখালি অংশে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) তাসলিমা খাতুন, খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) নিজামুল হক মোল্যা, হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, খুলনার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার, পিবিআই খুলনার পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা, অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাট, নির্বাহি প্রকৌশলী সড়ক ও জনপদ বাগেরহাট, নির্বাহি প্রকৌশলী সড়ক ও জনপদ খুলনা, পরিচালক বিআরটিএ খুলনা বিভাগ, সহকারী পুলিশ সুপার মংলা সার্কেল, পুলিশের সংশিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে সভাস্থল থেকে একটি রেলী বের হয়ে খুলনা-মোংলা মহাসড়কের কিছুঅংশ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। হাইওয়ে পুলিশ খুলনা রিজিওন এর আয়োজন করে।