ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামায়াতে ইসলাম একটা ধর্মভিত্তিক দল আর বিএনপি হচ্ছে অসাম্প্রদায়িক দল

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, August 31, 2024 - 6:57 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 70 বার
রামপাল(বাগেরহাট) প্রতিনিধি।
ছাত্র জনতার রক্তের পথ বেয়ে ৫ আগষ্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ অর্জন সমগ্র দেশের ছাত্র-জনতার অর্জন। এ অর্জন সাম্যবাদের, গণতন্ত্রের অর্জন। এটা দুর্বৃত্তায়নকে রুখে দিয়ে গণতন্ত্রকে সুসংহত করার অর্জন। আমরা অত্যন্ত  দৃঢ়তার সাথে বলতে চাই আওয়ামী লীগের মতো এখানে নতুন করে সন্ত্রাস ও জুলুম কায়েম করতে আমরা আসিনি। আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না করবোও না। অপৃতিকর কোনো ঘটনার বিষয়ে দেখবো দেখতেছি এগুলোও আমি বিশ্বাস করি না। আমাদের এখানে অনেক বড়ো মাপের নেতা আছেন যারা চিৎকার করে গলা ফাটিয়ে বক্তৃতা দেয়, আমি সেটা করিনা বরং জনগণের জন্য নিবেদিত কাজ করি, সেবা করি। আমি এখানে সুস্থ ধারার রাজনীতি করতে আসছি আপনাদের নিরাপত্তার জন্য, সুন্দর জীবনমান উন্নয়নের জন্য। বিগত দিনে এখানে একটা গ্রুপ মাস্তানী করে গেছে এখন আরেকটা গ্রুপ মাস্তানী করবে আমি এটা হতে দেবো না। যার যার সহাবস্থানে ধর্ম বর্ন নির্মিশেষে যে যার সম্পত্তি, অধিকার ও রাজনীতি করবে। এটাই গনতন্ত্র এটাই স্বাধীনতা। অতীতের মতো জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত ও দুর্বৃত্তায়ন আর হতে দেওয়া হবেনা। আপনাদের মনে রাখতে হবে জামায়াতে ইসলাম একটা ধর্মভিত্তিক দল আর বিএনপি হচ্ছে অসাম্প্রদায়িক দল। আগামীতে দেশ পরিচালনা করতে এদেশের আপামর জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আগামীতে কেউ যেন এ অর্জন নস্যাৎ করতে না পারে। দলের নাম ভাঙ্গিয়ে বা দলের ভেতর অনুপ্রবেশ করে কেউ যেন অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য সকল পর্যায়ের জাতীয়তাবাদী সৈনিকদের সজাগ থাকতে হবে বলেও আহবান করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় বিএনপি আয়োজিত এক পথ সভায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন। গৌরম্ভা ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে রামপাল ও মোংলার সব ধর্মের মানুষ নিরাপদে রয়েছে। কিছু অতি উৎসাহী ঘাপটি মেরা থাকা দূর্বৃতরা ঘের দখল ও চাঁদাবাজির অপচেষ্টা করেছে। যা আমাদের নেতাকর্মীরা শক্ত হাতে দমন করেছে। তারেক রহমানের নির্দেশনা খুবই স্পষ্ট। শিক্ষাঙ্গনে লেখাপড়া পরিবেশ নিশ্চিত করতে হবে। নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবেন। সকলে সহাবস্থানে থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচানা করবেন। কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। কেউ দলের নাম ভাঙ্গিয়ে পরিবেশ নষ্ট করলে বা অপচেষ্টা চালালে তা প্রশাসনকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করা হবে বলে হুসিয়ারী দেন এই নেতা।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মো. আসাদুর রহমান, আমিনুল ইসলাম কুটি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান প্রমুখ।