বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে পুলিশ সুপার
বাগেরহাট সংবাদদাত বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় শাহাদাতবরণকারীদের পরিবারের পাশে দাড়িয়েছেন বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। গতকাল তিনি মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামের শহীদ মোঃ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) এস এম আশিকুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলার বাসবাড়িয়া শহীদ আলিফ আহম্মেদ সিয়াম এর কবর জিয়ারত করেন। সাথে সাথে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।।
অন্যদিকে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার লক্ষে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মোরেলগঞ্জ থানাধীন সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির পরিদর্শন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
তিনি বলেন, শহীদদের চেতনাকে বাস্তবায়নে জেলা পুলিশ বাগেরহাট সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। বাগেরহাটের সাধারণ মানুষের পাশে সব সময় জেলা পুলিশ রয়েছে। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা ও তাদের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।