চুলকাটিতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর আহত ৩
বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে দুর্বৃত্তদের হামলা বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বোরবার আনুমানিক রাত সাড়ে ৮টার সময় শুকদাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর উপজেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর সাত্তার শেখের বাড়িতে দুর্বৃত্তদের হামলায় ৩ জন মারাত্মক ভাবে জখম হয়েছে। আহতরা হলেন শুকদাড়া গ্রামের বাগেরহাট সদর উপজেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর সাত্তার শেখ এর স্ত্রী রেক্সনা বেগম (৩৬) শিব্বির শেখের খালু তৈয়ব শেখ (৪২) খুলনা সরকারি জয় বাংলা কলেজের শিক্ষার্থী ১৭ বছরের ছেলে শিব্বির শেখ মারাত্মক ভাবে জখম হয়েছে রক্তাক্ত অবস্থায় তাদের তাকে সারজিক্যালে ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে ৮টার সময় পরিবারের সবাইকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে প্রথমে বাড়ি ভাংচুর করে এসময় বেধড়ক মারপিট করে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক বর্তমানে খুলনা সারজিক্যালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় হামলাকারী ও দুর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেছেন ভুক্তভুগী পরিবার।