বাগেরহাটে শহীদ শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত
বাগেরহাট প্রতিনিধি
“লং মার্চ টু ঢাকা”তে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা শহীদ শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাসবাড়িয়া এলাকায় সিয়ামের কবর জিয়ারত করেন তিনি। পরে সিয়ামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এসময়, বিএনপি নেতা মোঃ এসকেন্দার, অহিদুল ইসলাম পল্টু, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিহত শহীদ শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম বাগেরহাট সদর উপজেলার বাসবাড়িয়া এলাকার বুলবুল আহমেদের ছেলে। ৫ আগস্ট “লং মার্চ টু ঢাকা”তে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারাযায় সিয়াম। সন্তান হারা বুলবুল আহমেদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যানে করে তৈরি পোশাক বিক্রি করতেন। সিয়ামের ১১ বছর বয়সীয় ছোট এক বোন রয়েছে।