ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, July 14, 2024 - 9:00 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 100 বার

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের স‌ম্মেল‌নে যোগদান শেষে ভারত থেকে দেশে ফিরে রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ এ ঘটনায় নিন্দা জানিয়েছে। রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয়।’আরও পড়ুন: গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ‘ফুটো হয়ে গেছে’আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে।ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিক্রেট সার্ভিস) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি, নিরাপদ আছেন ট্রাম্প।বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী সমাবেশস্থলের বাইরে একটি উঁচু স্থান থেকে মঞ্চের দিকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে। নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া গোলাগুলির ঘটনায়  সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে। আরও পড়ুন: ট্রাম্পের ওপর হামলা নিয়ে যা বললেন বাইডেন এদিকে হামলার ঘটনার পর এক বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি তার বাবা ও হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানান। পোস্টে দ্রুত পদক্ষেপ নেয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালোবাসি, আজ এবং সব সময়।’