বাগেরহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ৫হাজার ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত, শেখ নাইমুর রশিদ লিখন প্রমুখ। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ও প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক পুনর্বাসন কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৫ হাজার ২৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশি আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ড্যাপ সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে উফশি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।