ফকিরহাটে পরিবারের উপর অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা যুবকের
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়ায় পরিবারের উপর ও বিভিন্ন দায়দেনার জেরে অভিমানের পালা শেষ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, দ্বীন ইসলাম গোলদার( ৩২), নামের এক যুবক, পিতা আঃ রহমান গুলদার , এলাকাবাসী সূত্রে জানা যায়, শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া বাবুর হাট খেয়াঘাটের পাশে পরিত্যক্ত ঘরের ভেতর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে, স্থানের সূত্রে জানা যায় বাবুর খেয়াঘাট এলাকার পাশে একটি পরিত্যক্ত ঘরের ভিতর তাকে ঝুলতে দেখা যায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা জানান ,এবিষয় ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।