কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের একটি অভিযানে ৩ই জুন সকালে কলারোয়া পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ এর দক্ষিণ পাশের গলির আছিয়া আব্দুল হায় এর বাড়ির পাশ থেকে ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেন কলারোয়া থানা পুলিশ।
পর্ব ভাদিয়ালী গ্রামের মনিরুল ইসলাম এর স্ত্রী রেহেনা খাতুন (৪০) ও গদখালী গ্রামের মনছুর আলীর ছেলে মনিরুল ইসলাম (২১) নামে দুই জন কে গ্রেফতার করা হয়। এর মামলা নাম্বার ৪/২০২৪ এতে ৪ জন কে আসামি করে এই মামলা করা হয়েছে। এর মধ্যে প্রভাবশালী এক নেতার ছেলের নাম উঠে এসেছে এক সূত্র সাংবাদিকদের জনান।
বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স। বর্তমান সাতক্ষীরা পুলিশ সুপার মাদক এর বিষয়ে কঠোর ভুমিকায় আছেন।তার পরে মাঝে মাঝে কলারোয়া উপজেলায় বিভিন্ন স্থানে মাথা চাড়া দিয়ে যাচ্ছেন কিছু কিছু নেতার হাত ধরে। এই বিষয় কলারোয়া থানা পুলিশের এক গোয়েন্দা সংস্থা জানান, মাদক এর বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এই মাদক কারা যোগান দিচ্ছে তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
মামলার তদন্ত কর্মকতা বলেন কলারোয়া উপজেলায় কলারোয়া পৌরসভার থেকে ইয়াবা সহ দুই জন গ্রেফতার হয়েছে তার পিছনে কারা কারা আছে সেটা দেখা হচ্ছে। তদন্ত করে অবশ্যয় ব্যাবস্থা নেওয়া হবে।গদখালী গ্রামের মনিরুল ইসলামকে কে কে সহযোগিতা করে সেটাও দেখা হচ্ছে।