ফকিরহাটের রাজার আসনে নতুন কান্ডারী বাবু
শেখ আসাদুজ্জামান সোবহান, নিজস্ব প্রতিবেদক।
ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে একজন খুন ও দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যার পর থেকে ফলাফল আসতে শুরু করে। এবার ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ধাপে বিজয়ী যারা:
ফকিরহাট : ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে মটর সাইকেল প্রতীক নিয়ে আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, মটর সাইকেল প্রতিকে ৪৬ হাজার ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু স্বপন দাস আনারস প্রতিকে ভোট পেয়েছেন ২৯ হাজার ৭৭৭ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ইমরুল হাসান তালা প্রতিকে পেয়েছেন ৪৩৯৩১ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ফকির কাওসার আলী টিউবয়েল প্রতীকে পেয়েছেন ২৬৮৫৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তহুরা খানম সাথী কলস প্রতীকে ভোট পেয়েছেন ৪৬৫৯৭ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আয়সা সিদ্দিকা ফুটবল প্রতিকে পেয়েছেন ২৬৮৫৩ ভোট।
মোল্লাহাট: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা
চিতলমারী: আওয়ামী লীগ কর্মী আবু জাফর মো. আলমগীর হোসেন