রামপালে মাদকদ্রব্য গাঁজাসহ যুবক আটক
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ নাজিম শেখ (২৪) নামের এক যুবককে আটক করেছে। আটক নাজিম মোংলা উপজেলার দিগরাজ এলাকার মৃত নুর আলম শেখ’র ছেলে।
শনিবার (১১ মে) সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
রামপাল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে হুড়কা ইউনিয়নের হুড়কা গ্রামের প্রতাপের চায়ের দোকানের সামনের রাস্তায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে অপেক্ষা করছে মাদক কারবারিরা। এ সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডলের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এসময় নাজিমের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১০০ (একশত) গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
ওসি সোমেন দাস আরো জানান, গতরাতে হুড়কা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ নাজিম শেখ নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।