ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোষ্টগার্ড পশ্চিম জোনের অভিযানে দেশীয় স্যুটার গানসহ আটক ৩

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Monday, April 29, 2024 - 12:48 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 149 বার

 মোংলা (বাগেরহাট):

অভিযান চালিয়ে খুলনার রূপসায় ১টি দেশীয় স্যুটার গানসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এর একটি দল কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ০৩ জন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদের আটক করে। আটককৃত ব্যক্তিদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ০১টি দেশীয় স্যুটার গান পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়।