বাগেরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮কেজি গাজাসহ তমা খাতুন আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোল্লাহাট থানা এলাকার জয়ডিহি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা গামী যাত্রীবাহী কমফোর্ট পরিবহন টি উক্ত স্হানে পৌছালে পরিবহন থামিয়ে উপস্থিত যাত্রীদের মাঝে একজন তরুণী একটি ট্রলি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা কালে তাকে সংগীয় ফোর্স আটক করে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ব্যাগে ৮টি প্যাকেট পাওয়া যায় প্রতি প্যাকেটে ১কেজি করে গাজা সহ তাকে আটক করতে সক্ষম হয়েছেন,আটকৃতর নাম তমা খাতুন (১৯) স্বামী জাহাঙ্গীর আলম বিপ্লব,সাং ডাকরা কালিগঞ্জ ,থানা রামপাল জেলা বাগেরহাট,তাং ২১/৪/২৪ইং৫/৫০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানার কাহালপুরের ঢাকা টু খুলনা মহাসড়ক সংলগ্ন জোড়া বিটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পৌছায়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে আটক তমা খাতুনের ডান হাতে থাকা ট্রলি ব্যাগ নিয়ে কমফোর্ট পরিবহন থেকে দ্রুত পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহয়াতায় আটক করে ব্যাগের ভিতর ১কেজি করে ৮টিগাজার প্যাকেট উদ্ধার করা হয়েছে মোট ৭/৯৬০ গ্রাম বলে জেলা ডিবির ওসি স্বপন রায় জানান, এবিষয় মোল্লাহাট থানায় মাদক আইনে মামলা হয়েছে,ধৃতকে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।