মোংলায় সময় টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাসুদ রানা, (মোংলা) নিজস্ব প্রতিবেদক
১৩ তম বর্ষ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় পালিত হয়েছে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্র্ষিকী। বুধবার রাত ১০ টায় সময় টেলিভিশনের নিজেস্ব কার্যালয় এমন আয়োজন করা হয়। সময় টেলিভিশনের এবারের প্রতিপাদ্য ছিল গল্প বোনার ১৩
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, তরুনদের সমন্বয়ে সময় টেলিভিশন দ্রুতই এগিয়ে গেছে এবং যাচ্ছে। দ্রুত সময় খবরের খোরাক হিসেবে সময়কে পাওয়া যায়। সেই সাথে দেশের প্রতিটির জেলায় দক্ষ কর্মীদের নিয়োজিত করায় তাদেরকে পিছনে ফেলতে পারছেনা কেউ। আগামীতেও দর্শকদের মন জয় করার মত খবর প্রচার করে দেশ ও আর্ন্তজাতিকভাবে আরও এগিয়ে যাবে সময় এমন প্রত্যাশার কথা জানান সবাই। পরে কেক কেটে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সবাই। এ সময় মোংলার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন ।