ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটের তিন উপজেলায় ২৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, April 16, 2024 - 9:08 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 136 বার

বাগেরহাট প্রতিনিধি।

প্রথমধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলায় ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার পর শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন।

তফসিল অনুযায়ী, প্রথমধাপে জেলার বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১৮ থেকে ২০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ২১ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে সরদার নাসির উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভীন একক প্রার্থী হওয়ায়, তারা দুজনেই এই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন রিটনিং অফিসার শেখ জালাল উদ্দিন বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার পর শেষ দিন সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এবার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।