ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Monday, April 15, 2024 - 1:54 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 143 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। ১৪ই এপ্রিল রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত ও বাংলা বর্ষবরণ গানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন ও পুলিশ সুপার আবুল হাসনাত খান বাগেরহাটের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

পরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কাজী নজরুল ইসলাম, খানজাহান আলী সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করেন