ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রান্সমিটার বসানো সুন্দরবনের কুমির চিতলমারির একটি মাছের ঘের থেকে উদ্ধার

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, April 13, 2024 - 8:14 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 131 বার

বাগেরহাট প্রতিনিধি।

স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো সুন্দরবনের দলছুট একটি কুমির বাগেরহাটের চিতলমারির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের মো. হাসান শেখের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর কুমিরটিকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তার (ডিএফও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। কুমিরটিকে সুন্দরবনের গভীরে পুনরায় অবমুক্ত করা হবে বলে জানিয়ছেন ডিএফও নির্মল কুমার পাল।

এর আগে গত মাসে চারটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়। পরে দলছুট এ কুমিরটি সুন্দরবন থেকে বের হয়ে পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন নদ নদী ঘুরে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত থেকে মো. হাসান শেখের মাছের ঘেরে অবস্থান করছিল।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, কেউ যাতে কুমিরটির ক্ষতি না করে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। খবর জানার পর থেকে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর নেতৃত্বে একটি দল ট্রাকে করে কুমিরটিকে খুলনায় নিয়ে গেছেন।

ডিএফও নির্মল কুমার পাল বলেন, আমরা কুমিরটিকে উদ্ধার করেছি। কুমিরটি সুস্থ্য রয়েছে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে।