ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বটিয়াঘাটা থানায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, March 31, 2024 - 11:44 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 161 বার

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সুন্দর মহল বানিয়াখালীর পাকা অপ দা রাস্তা হইতে ৩০/৩/২৪ শনিবার শাওন গোলদার, বয়স ১৯ পিতা শশাঙ্ক গোলদার,গোপন সংবাদ পেয়ে ৫০ গ্রাম মাদক দ্রব্য, (গাঁজা) সহ এস আই এনামুল আইসি বারো আঁড়িয়া পুলিশ ক্যাম্প,এ এস আই গনপতি সরকার, এ এস আই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সুকৌশলে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ এ এস আই শরিফুল ইসলাম বাদি হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন, বটিয়াঘাটা থানা মাদক মামলা নং ২০- ৩০/৩/২৪। আসামিকে বটিয়াঘাটা থানায় সোর্দপ করে ৩১ /৩/ ২৪ দূপুর ২ টায় আসামি শাওন গোলদার কে, জেল হাজতে পাঠানো হয়। এই সময় বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বটিয়াঘাটা উপজেলাকে মাদক মুক্ত করতে চাই । এবং মানুষকে মাদক থেকে বিরত থাকার আহ্বান করেন।