ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নতুন কারিকুলামে বিষয় ভিত্তিক শিক্ষকদের ক্লাস সঠিকভাবে মনিটারিং করার জন্য প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ -বাগেরহাট জেলা প্রশাসক

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, March 23, 2024 - 9:32 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 176 বার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের নতুন কারিকুলামে মেন্টরিং ও মেন্টরিং বিষয়ে প্রশিক্ষণের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বাগেরহাট সদর উপজেলার যদুনাথ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বাস্তবমুখী শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়নে ২০২১ শিক্ষাক্রম ও ২০২২ শিক্ষা বিস্তারণ বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ শেষে সারা দেশের শিক্ষকরা শিক্ষক নির্দেশিকা অনুসরণ করে শ্রেণি পাঠদান এবং নির্ধারিত মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের শিখন যোগ্যতার মূল্যায়ন করে আসছেন। নতুন কারিকুলামের নতুন শিক্ষাদান আরও ফলপ্রসূ ও অধিকতর কার্যকর করতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের মনিটারিং ও মেন্টরিং বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাগেরহাট জেলার স্কুল,কলেজ, মাদ্রাসা ও ভকেশনারের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপারসহ প্রায় ৯ শতাধিক শিক্ষকদের এ প্রশিক্ষণের আওতায় এনে ২য় ব্যাচের প্রশিক্ষণ ২৩ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ১ম ব্যাচ ১৮ মার্চ হতে ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং শেষ ব্যাচ পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন বিষয় শিক্ষকদের পাঠদান তদারকির জন্য প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, বর্তমান কারিকুলামে মুখস্ত নির্ভরতা নেই, রয়েছে এক মুখী শিক্ষা ব্যবস্থা। ব্যবহারিক বা হাতে কলমে বাস্তবমুখী যুগোপযোগী শিক্ষাক্রম আনন্দঘন পরিবেশে এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের এ শিক্ষাক্রম। কিছু লোক এ শিক্ষাক্রম নিয়ে আপপ্রচার চালাচ্ছে। তিনি অভিভাবকদের এ শিক্ষাক্রম সম্পর্কে সঠিক জানানোর অনুরোধ জানান। নতুন শিক্ষাক্রমের পাঠদান সঠিকভাবে তদারকির জন্য প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পাঠদানের সঠিক ধারণা না থাকলে তদারকিও সঠিক হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এসিষ্টেন্ট সেক্রেটারী মীর মোশারেফ হোসেন এবং যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিমি মন্ডল।