পাইকগাছায় চিংড়ি ঘের জবরখল করে মাছ ধরার সময় বাঁধায় আহত ২
ডেস্ক রিপোর্টস
পাইকগাছায় চিংড়ি ঘের জবরখল করে মাছ ধরার সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়ে ২ জনকে রক্তাক্ত জখম করেছে । আহদের এলাকা বাসি উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি বুধবার সকাল ১১ টায় হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের তীরে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
চিংড়ি ঘের মালিক মুজিবুর রহমান দফাদার(৫০) জানান, আমি হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের তীরে ৯ বছর ধরে ৩ বিঘার চিংড়ি ঘের করে আসছি। ১২ বছর আগে উপজেলার পুরাইকাটি গ্রামের জনাব আলী মোড়লের ছেলে সরকারের নিকট হতে একসনা ডিসি আর নেয়। পরে ডিসিআর বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই জমি সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা খাস আদায়ের জন্য আমাকে দেয়। সে অনুযায়ী আমি ভোগ দখলে আছি। কিন্তু ছালাম মোড়ল আগের ডিসিআরের জমি দাবী করে বুধবার সকালে আমার ঘের দখল করে মাছ ধরতে থাকে। আমি বাঁধা দিলে ছালাম মোড়ল+৪৬), ছেলে শাকিল মোড়ল(২৫), মেহেদী হাসান(২০) ও ছালামের ভাই সাদ্দাম মোড়ল আমার ও আমার স্ত্রী আকলিমা(৫০) কে মারপিট করে রক্তাক্ত জখম করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ দিলে আইগত ব্যবস্থা নেয়া হবে।