ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে রুশ বানিজ্যিক জাহাজ

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Wednesday, March 20, 2024 - 2:56 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 157 বার

মাসুদ রানা, মোংলা

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রনিক্স ক্যাবেল ও স্টিল স্টাকচারের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা ভানুয়াতী পতাকা বাহী জাহাজ “এমভি আনকা সান” মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরণের মেশিনারী মালামাল নিয়ে গত ১২ ফেব্রুয়ারী রাশিয়া থেকে সরাসরী ছেড়ে আসা এ জাহাজটি আজ ২০ মার্চ বন্দরের ৭ নং  জেটিতে ভিড়েছে।

বিদেশী এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, গত ১২ ফেব্রুয়ারী  রাশিয়ার  নভোরস্কি বন্দর  থেকে ৭১০ প্যাকেজের ১ হাজার ১শ ২২  মেট্টিক টন মেশিনারী মালামাল নিয়ে  মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা  জাহাজটি আজ বুধবার বন্দর জেটিতে ভিড়েছে। সন্ধ্যার পালা থেকে শুরু হবে জাহাজ পন্য খালাসের কাজ।খালাস শেষে এ পণ্যগুলো সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকার জেটিতে। সম্পুর্ণ মালামাল খালাস করতে আগামী তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।