পালিয়ে থেকে রেহাই পাননি বাড়িতে আসায় ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম
মোংলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় পালিয়েও রেহাই পেলোনা দুটি পরিবারের ঈগল প্রতিকের নারী-পুরুষ কর্মী-সমর্থকরা। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এক ঘন্টার ব্যাবধানে ২ স্থানে নারী-পুরুষ সহ ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রাতেই তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী স্বজনরা ও পুলিশ জানায়,মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আ’লীগ থেকে একই দলের নৌকা ও ঈগল প্রতিক নিয়ে দুই প্রার্থী প্রতিদন্ধীতা করেছিলেন। গত ৭ জানুয়ারীর সংসদ নির্বাচনে মেংলা-রামপাল বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতিক বিজয়ী হয়। নির্বাচন পরবর্তী নৌকা প্রতিকের নেতাকর্মীদের সহিংসতায় জীবনের ভয়ে ঈগল প্রতিকের প্রায় শহাস্রাধিক কর্মী-সমর্থকরা এলাকা থেকে ঘর বাড়ি ছেড়ে অন্যাত্র পালিয়ে যায়। কিছু সংক্ষক কর্মী-সমর্থকরা স্থানীয় নেতৃবৃন্দদের সাথে লিয়াজো করে বাড়িতে ফিড়ে আসলেও বেশ কিছু লোক এখনও এলাকাছাড়া। আবার জারাইবা শক্ত হয়ে বাড়ি ঘরে রয়েগেছে, তারা ব্যাপক হামলা ও মামলার স্বিকার হয়েছে বলে অভিযোগ করেণ ভুক্তভোগীরা।