বাগেরহাটে জলবায়ু সহিষ্ণু স্মার্ট কৃষি বিষয়ক কর্মশালা
মেহেদী হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের নিয়ে জলবায়ু সহিষ্ণু স্মার্ট কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের খামারবাড়ি এলাকায় কৃষি সম্পাসারণ অধিদপ্তরের কার্যালয়ের মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে বেসরকারি সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও ওয়াদা-এর আয়োজনে এই কর্মশালায় জেলার ১৩ জন কৃষি বিষয়ক কর্মকর্তাসহ ২৩ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষি খাতকে আধুনিকরণ করতে বিভিন্ন উপকরণ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক শংঙ্কর কুমার মজুমদার এর সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন মোঃ আল-আমীন সরদার প্রজেক্ট ম্যানেজার, অগ্রযাত্রা প্রকল্প ওয়াদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের জোহুরা খাতুন মীরা রিজিওনাল কো-অর্ডিনেটর,খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ওমর ফারুক, অতিঃউপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অনিমেষ বালা, উপজেলা কৃষি অফিসার,মোল্লাহাট, সিফাত-আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, চিতলমারী প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের কারণে বাগেরহাটের লবণাক্তা ও খরার আধিক্য রয়েছে। তাই এ সকল প্রতিকূলতা মানিয়ে নিয়ে কাজ করতে হবে। এজন্য এমন প্রযুক্তি দরকার যা ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়া যায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি কাজ করছে।