ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোংলায় ৪শ গরীব অসহায় দুঃস্থদের মাঝে কোস্টগার্ডের ইফতার বিতরণ

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, March 17, 2024 - 1:50 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 160 বার

মোংলা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মোংলায় অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৭ মার্চ রবিবার বিকালে কোস্টগার্ড পশ্চিম জোনের এনেক্সে গরীবদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আমেদ। এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ডের বিভিন্ন জাহাজের অধিনায়ক ও নাবিকগণ উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ রবিবার বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন, পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, ভোলা ও পটুয়াখালীতে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এছাড়াও উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কোস্টগার্ডের বিভিন্ন সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।