মোংলায় তিনদিন ব্যাপী প্রযুক্তি বিষয়ক কৃষি মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক , মোংলা
ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় মোংলায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোংলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ হাবিবুর রহমান। এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক ১৩টি ষ্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ষ্টলগুলো জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হবে। আগামি ৭ মার্চ এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।