বাগেরহাটে ভয়াবহ আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
আগুন নিমিষেই গ্রাস করে নিয়েছে বাগেরহাট সদরের সিএন্ডবি বাজার তালেব কাজী ষ্টোর। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধ কোটি টাকার মুদি মালামাল। ধ্বংসাবশের দিকে তাকিয়ে আর্তনাদ করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার ভোর রাতের লাগা আগুনে সর্বস্বান্ত হয়ে গেছে সিএন্ডবি বাজারের বৃহৎ মুদি দোকান মালিক তারেক কাজী। গতকালও যারা ছিল কোটি টাকার মালিক, আজ তারা হয়ে গেছে সর্বহারা। সব হারিয়ে এখন আর্তনাদ করছে স্বজনেরা। এ ক্ষতি যেন পুষিয়ে নেওয়ার নয়, রমজান মাসকে সামনে রেখে দোকান মালিক তার দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমবাহু ঘটিয়েছিল। যা এক নিমিষেই আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার পাহারাদার কর্মীরা ভোর রাতের দিকে টের পেয়ে সাথে সাথে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তাদের সাদ্ধ অনুযায়ী আগুন নেভানোর চেষ্টা করেন। দোকানের শাটার বন্ধ অবস্থায় থাকায় আগুন বাইরে ছড়াতে পারেনি।
এ বিষয়ে সিএন্ডবি বাজার বণিক সমিতির সভাপতি শেখ মোহন আলী জানিয়েছেন, সিএন্ডবি বাজারের তালেব কাজী স্টোরে আগুন লেগে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। এ ক্ষতি আসলে পুষিয়ে ওঠার মত নয়।
স্থানীয় খান জাহিদ হাসান বলেন, ভোর রাতে চেঁচামেচির টের পেয়ে আমি দৌড়ে ছুটে এসে দেখি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু নেই।