রাখালগাছি ও খানপুর ইউনিয়নে চলছে জাতীয়তাবাদী দলের সদস্য তালিকা প্রণয়নের উৎসব
চুলকাটি প্রতিনিধি।।
বাগেরহাটের রাখালগাছি ও খানপুর ইউনিয়ন ব্যাপী চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর দলীয় সদস্য ও দলীয় ভোটার তালিকা প্রণয়নের মহা উৎসব। দলীয় সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিষ্ট সরকারের মামলা ও হামলার কারণে দেশের বৃহত্তম এ রাজনৈতিক দলটি দলীয় কার্যক্রমও সঠিকভাবে করতে পারেনি। ৫ আগষ্টের বিপ্লবের পর আজ জাাত নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এবং সকল রাজনৈতিক দল তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএনপির দলীয় সাংগাঠনিক কার্যক্রম সুসংগঠিত ও ত্বরান্বিত করতে ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীদের সাজিয়ে তোলার উদ্দেশ্যে সুদৃঢ় কমিটি গঠন করা হচ্ছে। বাগেরহাটের জেলা নেতাদের আসনভিত্তিক দায়িত্ব বন্টন করে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের লক্ষ্যে চলছে দল ও দলের কমিটি গঠনের কার্যক্রম। দলীয় নেতা-কর্মীরা উৎসব মুখর পরিবেশে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। গতকাল বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিনের দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের বিভিন্ন পর্যায়ে ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে সভা করতে দেখা গেছে। একইভাবে রাখালগাছি ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা- কর্মীদেরও দল গঠনের কার্যক্রম নিয়ে ব্যস্ত দেখা যায়। জেলার অন্যান্য ইউনিয়নেও বিএনপির নেতা-কর্মীদের দলের কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছে বলে জানা গেছে। বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমম্বয়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান,” যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মুল্যায়ন করা হচ্ছে। ওয়ার্ড থেকে দলীয় সদস্যদের তালিকা করা হচ্ছে।