চুলকাটিতে শিশুকানন আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারস্থ শিশুকানন আদর্শ বিদ্যাপীঠে কোমলমতি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল (৩১ ডিসেম্বর) সকাল ১১ টার সময় চুলকাটি বাজার কমিটির উপদেষ্টা ডাঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বার্ষিক মূল্যায়ন ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ শেখ, বিশেষ অতিথি চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিধান চন্দ্র মল্লিক, মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। প্রধান শিক্ষক মিহির কুমার দেবনাথ ও ননী আচার্য এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শুভদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ আউয়াল, চুলকাটি বাজার সমিতির সভাপতি আ: কুদ্দুস শেখ, বাজার কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মুক্ত, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, নির্বাহী সদস্য গাজী মিজানুর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।এসময় বক্তারা কোমলমতি সকল শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ প্রদান করেন।