বাগেরহাটে ফাতেমা রানী গির্জায় ফ্রি ক্রিসমাস অনুষ্ঠিত
শেখ মিরানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক
মানবজাতির শান্তি সমৃদ্ধি কামনায় এবার উদযাপিত হতে যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন, সেই লক্ষ্যে ১৮ই ডিসেম্বর ফাতেমা রানী গির্জায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি ক্রিসমাস, এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রদেশের শ্রদ্ধেয় বিশপ জেমস রমেন বৈরাগী, স্থানীয় গির্জার প্রধান ফাদার ডমিনিক হালদার হালদার ও ১৫ জন ফাদার সিস্টার, এছাড়া পাঁচশত খৃষ্টবিশ্বাসী ধর্মপ্রাণ মানুষ এরা বড়দিন উদযাপনের প্রস্তুতি হিসেবে নাচ গান কীর্তন পিঠা উৎসব পালন করেন, এ সময় অসহায় গরীব মানুষের মাঝে স্থানীয় গির্জার প্রধান ও আমন্ত্রিত মেহমান বৃন্দ পোশাক বিতরণ করেন, সর্বোপরি সকলের মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শেষ করেন।