ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, December 17, 2024 - 7:08 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 22 বার

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। চুলকাটি বাজার বনিক সমিতির আয়োজনে বিজয় র‌্যালি বের করে র‌্যালিটি শুরু হয়ে চুলকাটি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে মহান বিজয় দিবস স্বাধীনতা চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, এসময় উপস্থিত ছিলেন এ এস আই পিকুল হোসেন, এ এস আই লিপ্টন সরদার প্রমূখ।

                                                   চুলকাটি প্রেসক্লাব
স্বাধীনতা চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন সভাপতি সেকেন্দার মোড়ল, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, কোষাধ্যক্ষ অমিতকর বিলাস, নিবার্হী সদস্য গাজী মিজানুর রহমান, মিজানুর রহমান মিঠু, রিয়াদ মোড়ল, সাকিব হাসান জনি, মজনু শেখ, মুরাদ শেখ, মেহেদী হাসান, রেওজয়ান মাহমুদ শৈশব প্রমূখ।
                                                                                                  চুলকাটি বাজার বনিক সমিতি
স্বাধীনতা চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন চুলকাটি বাজার বনিক সমিতির সভাপতি মোঃ কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, ফরিদ ফারাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু, উপদেষ্টা শেখ সাইদুর রহমান, চুলকাটি কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ আব্দুর হালিম, পংকজ, সুমন দেবনাথ, আলামিন শেখ, প্রবীর প্রমূখ। খানপুর ইউনিয়ন ও রাখালগাছি ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মী।
                                                                বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা
মহান বিজয় দিবসে সকল শহীদদের স্মরণে স্বাধীনতা চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মাশরাফি হোসেন, জাহিদুল ইসলাম রানা, ফকির শফিকুল ইসলাম, আশিক মোল্লা, তাওহিদ হাসান, হোসাইন প্রমূখ।