ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগামীকাল সভা সমাবেশে “ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Monday, December 16, 2024 - 5:18 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 15 বার

নবিনআলো প্রতিদিন ডেস্ক

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা শাখা কর্তৃক জনসভা এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাঠে বাগেরহাট-০২ আসনের সাবেক সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান একই সময় আয়োজন করা হয়েছে। যেহেতু উভয় অনুষ্ঠান জনসভা অত্যন্ত নিকটবর্তী স্থানে অনুষ্ঠিত হবে। একাধিক গোয়েন্দা তথ্য ও উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় উক্ত জনসভা, অনুষ্ঠান উপলক্ষে অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যেহেতু উল্লিখিত স্থানে জান মালের ব‍্যাপক ক্ষয়-ক্ষতি প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ শান্তি-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়ালমাত্র রশিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এবং এর চারপাশে ১ কিলোমিটারের মধ্যে (১৭ ডিসেম্বর)  সকাল ১০ টা  থেকে সন্ধ্যা ৬ টা  পর্যন্ত সকল ধরণের জনসমাগম, সভা সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক।  কচুয়া উপজেলা নির্বাহী অফিসার  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. আবু নওশান এই আদেশ জারি করেছেন। জরুরী পরিষেবা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনুলিপি: সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) ০১। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট। ০২। লেফটেন্যান্ট কর্নেল শফি শাহরিয়ার, অধিনায়ক ৪৩ বীর। ০৩। পুলিশ সুপার, বাগেরহাট। ০৪। অফিসার ইন-চার্জ, কচুয়া, বাগেরহাট। ০৫। অধ্যক্ষ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। ০৬। প্রধান শিক্ষক, গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। ০৭। সভাপতি/ সম্পাদক, প্রেসক্লাব। মফস্বল সাংবাদিক ফোরাম/মফস্বল সাংবাদিক সোসাইটি, কচুয়া, বাগেরহাট।