রামপালে জনতার হাত থেকে যুবককে প্রানে বাচালেন এস আই আনসার আলী
রামপাল প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনুর দোকান জোরপূর্বক দখল করে নিয়ার অভিযোগ উঠেছে গোবিন্দপুর গ্রামের আশফাকের বিরুদ্ধে। এ বিষয়ে গ্রাম্য ও স্থানীয় পুলিশ প্রশাসনের একটা সালিশের মাধ্যমে বিষয়টা মীমাংসার চেষ্টা করা হলে, দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়,আশফাককে মারার জন্য উচ্চুক জনতা ধাওয়া দিলে,ফয়লা পুলিশ ফাড়ির এস আই আনসার আলী তাকে বাঁচিয়ে উচ্চুক জনতাকে থামানোর জন্য গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়।অভিযোগ উঠেছে স্থানীয় লোকজন বলেন আওয়ামী আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেক সাধারণ জনগণকে নির্যাতন হয়রানি করেছেন আশফাক গংরা, তারা এখনো তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে যাচ্ছেন ।পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে দোকানের স্ট্যাম্প যাচাই-বাছাইয়ের মাধ্যমে আশফাকের স্ট্যাম্প জাল প্রমাণিত হওয়ায় দোকান মালিকের স্ত্রী মরহুম সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রীকে দোকানটা বুঝিয়ে দেওয়া হয়। সালিশ মীমাংসা হওয়ার পরে আশফাক কে ছেড়ে দেওয়া হয়।