ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোংলায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় স্কুল’সহ এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, February 27, 2024 - 8:02 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 198 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলার চিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’সহ এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন পাশ থেকে বয়ে যাওয়া সরকারি খাল থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তি উজ্জ্বল এবং তার লোকজন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে খালের পাশে থাকা সরকারি রাস্তা সহ ঘেরের ভেড়িবাঁধ ভেঙ্গে যাচ্ছে।

এ বিষয়ে চিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার শান্ত ডাকুয়া নিউটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি খাল থেকে বালু উত্তোলন করা অবৈধ কাজ, এ কাজে আমি তাদেরকে অনুমতি দেইনি এবং অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই ।

এ বিষয়ে ড্রেজার মালিক এনামুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা । উজ্জ্বল দাদা আমাকে কাজ করতে বলছেন তাই আমি কাজ চালাচ্ছি এবং দীর্ঘ তিন মাস যাবত এখান থেকে বালু উত্তোলন করছি আর কেউ কিছু করতে পারেন নাই আশা করি আপনারাও পারবেন।এ ব্যাপারে উজ্জলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি খাল থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে কারো কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। এবং এই খাল থেকে মাত্র ৫০ হাজার বালু উত্তোলন করা হয়েছে এবং আরও বালু উত্তোলন করবো।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কাউকে কোন অনুমতি দেওয়া হয়নি । সরকারি খাল থেকে বালু উত্তোলন করা অবৈধ কাজ । বালু উত্তোলনের ব্যাপারে সঠিক প্রমাণ পেলে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।