ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অনিয়ম ও দুর্নীতিতে ডুবে আছে আইনের চোখ ফাঁকি দিয়ে আভাস বহুমুখী সমবায় সমিতি

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, February 24, 2024 - 10:02 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 169 বার

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা দাকোপ থানা, দাকোপ ইউনিয়নে অবস্থিত আভাস বহুমুখী সমবায় সমিতি, নিবন্ধনকৃত এরিয়া মোতাবেক যার নির্বাচনী এলাকা সমগ্র দাকোপ ইউনিয়নের সকল গ্রাম ও চুনকুড়ি গ্রাম ব্যাপী সীমাবদ্ধ। যেখানে দাকোপ উপজেলা সমবায় অফিসের ২০২১ ও ২০২২ অর্থ বছরে জরিপ মোতাবেক মোট ৩৫৪৭ জন সদস্য রয়েছে, তারই মধ্যে ৯৯ জন পুরুষ ও ৩৪৪৮ জন মহিলা সদস্য রয়েছে, এ সকল সদস্য দাকোপ উপজেলায় বসবাসকারী এবং এরই মধ্যে অধিকাংশ মানুষই অতি সাধারণ ও নিম্নবিত্ত, যারা খুবই কষ্টের উপার্জিত টাকা
এমনকি ক্ষেত খামারে ও মানুষের বাড়ি কাজ করে, উক্ত সমিতিতে সঞ্চয় জমা করেন, ক্ষুদ্র ঋণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করার আশায়, অথচ ওই সাধারণ মানুষ গুলোই এখন আছেন চরম ভোগান্তিতে, কারণ উক্ত প্রতিষ্ঠানের, কমিটি এবং ম্যানেজার সহ কিছু প্রভাবশালী লোক, কব্জা করে রেখেছে উক্ত প্রতিষ্ঠানকে, ফলে সাধারণ সদস্যরা ঋণের সুবিধা তো পাচ্ছেই না, বরং নিজের জমাকৃত সঞ্চয় টাকা ফেরত চাইলে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শিব পদ রায়, মাসের পর মাস ঘুরাইতে থাকে এমনকি বছর পেরিয়ে যায়, কিন্তু কোন টাকা দেয় না, এবং ওই সমস্ত সদস্যদের সাথে দুর ব্যবহার করে, বিষয়টি খতিয়ে দেখতে গেলে আরো জানা যায় যে, ম্যানেজার শিব পদ রায় সাধারণ সদস্যদের কাছ থেকে, ডিজিটাল সেলাই মেশিন দেওয়ার কথা বলে, তাদের কাছ থেকে ৩০০০ করে টাকা নেয় পরবর্তীতে সেলাই মেশিনতো দেয়ই না, এমন কি টাকাও ফিরত দেয় না,এ ঘটনার সত্যতা পাওয়া যায়, কামার খোলা ইউনিয়নে আভাস বহুমুখী সমবায় সমিতির একটি গ্রুপ থেকে, যদিও এই জায়গাটা উক্ত প্রতিষ্ঠানের নিবন্ধনকৃত এরিয়ার বাহিরে, এরকম আরো অনেক গ্রুপ আছে যা উক্ত প্রতিষ্ঠানের নিবন্ধনকৃত এরিয়ার বাহিরে, এ সমস্ত গ্রুপের সদস্যদের কাছ থেকে বিভিন্ন রকম ত্রান সামগ্রী দেওয়ার কথা বলে, বিভিন্ন রকম অংকের টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানের ম্যানেজার শিব পদ রায়।
ইতিমধ্যে এই সকল দুর্নিতীর বিরুদ্ধে উক্ত সমিতির সাধারণ সদস্যরা লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন দপ্তরে।
তথা, ১. উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ, খুলনা।
২. চেয়ারম্যান উপজেলা পরিষদ, দাকোপ খুলনা। ৩. জেলা সমবায় কর্মকর্তা খুলনা। ৪. অফিসার ইনচার্জ, দাকোপ থানা। ৫. উপজেলা সমবায় কর্মকর্তা, দাকোপ খুলনা। ৬. চেয়ারম্যান ২নং দাকোপ উইনিয়ন পরিষদ, দাকোপ খুলনা। এ সকল বিষয়ে আরো জানতে চোখ রাখুন।