প্রেসক্লাব রামপাল’র সাধারণ সভা অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপালের এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হওয়া সংক্রান্ত বিষয় ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ নেন, ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ আমিনুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মো. রেজাউল ইসলাম, সদস্য শেখ হারুন, সদস্য অধ্যাপক সুখময় ব্রহ্ম, সদস্য তুহিন মোল্যা প্রমুখ।