ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোংলা বন্দর ও উপকুলীয় এলাকায় হঠাৎ বৃষ্টি 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, February 22, 2024 - 3:03 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 142 বার

মোংলা প্রতিনিধি

মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকুলীয় এলাকায় হঠাৎ বৃষ্টির সাথে বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়েগেছে। বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপি এ বৈরী আবহাওয়া ও বৃষ্টি চলছিলো। এতে বোগান্তিতে পরে চলাচলকারী চথচারীরা।

গত দুইদিন থেকেই মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকুল ঝুড়ে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ ঘুমোট আকার ধারণ করেছিল। বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়, একটানা প্রায় ঘন্টা ব্যাপি চলে বৃষ্টি। এতে মানুষ ও বন্দরের পন্য খালাস-বোঝাইতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ভোগান্তিতে পরে রাস্তায় চলাচলকারী পথচারীরা। ফাল্গুনের শুরুতে এমন বৃষ্টিতে আশার আলো দেখছেন কৃষি উৎপাদনকারী চাষিরা। তবে এ বৃষ্টি লাগাতার থাকলেও ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছেন দেখছেন তারা।