ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে বিএনপি নেতা সজীব হত্যা হত্যা মিশনে থাকা কিলার আবুবকর গ্রেফতার, দুটি অস্ত্র উদ্ধার

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, November 9, 2024 - 2:16 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 42 বার

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চাঞ্চল্যকর বিএনপি নেতা সজীব তরফদার হত্যায় সরসারি অংশ নিয়েছিল ৪ জন। এরমধ্যে হত্যা মিশনে সরাসরি জড়িত থাকা আবু বক্কার শিকদার (৫৭) নামের এক ঘাতককে গ্রেফতার, এক রাউন্ড গুলিসহ হত্যার কাজে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পিরোজপুরের কাউখালি উপজেলার হুগলি বাটকা গ্রাম থেকে বাগেরহাট থানা পুলিশ ঘাতক আবু বক্কার শিকদারকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে বাগেরহাট সদরের মির্জাপুর-সাহাপাড়া এলাকা একটি নালা থেকে হত্যাকান্ডে ব্যাবহৃত দুটি পাইপগান, একটি ধারালো অস্ত্রের বাট, এক রাউন্ড উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকন্ডের গডফাদারসহ বাকি জড়িতদের দ্রæত গ্রেফতার করা সম্ভব হবে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য জানান। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে আরও জানান, হত্যাকান্ডের মাত্র পাঁচ দিনের মধ্যে একজন ঘাতক, এক রাউন্ডগুলিসহ হত্যাকান্ডে ব্যবহুত দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা সমভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক আবু বক্কার শিকদার হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সরাসরি কিলিং মিশনে ৪ জন অংশ গ্রহন করেছিল। ৩ লাখ টাকা চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগি এই কিলিং মিশনে অংশ নেয়। গত ৫ নভেম্বর দুপুরে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম ডেমা যাওয়ার পথে বাগেরহাট-রামপাল সড়কের মির্জাপুর স্কুলের কাছে মসজিদের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে বিএনপি নেতা সজীব তরফদারকে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার (০৮ নভেম্বর) রাতে ডেমা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক নিহত সজীবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৯ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।