ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রামপালে নবাগত ওসির  সাথে প্রেসক্লাব রামপালের মতবিনিময়

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, November 3, 2024 - 2:22 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 41 বার
মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক 
রামপাল থানার নবাগত ওসি মো. সেলিম রেজা’র সাথে প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রামপালে আইন শৃঙ্খলা, মাদক ব্যবসা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ রামপালের সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে নবাগত ওসি কে অবহিত করেন। তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকগণ আইন শৃঙ্খলা রক্ষায় তাকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এ সময় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এইচ, আমিনুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মুর্শিদা পারভীন ও শেখ হারুন।