বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্রে ১৭ টি মহিষের রহস্য জনক মৃত্যু
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্রে ১৭ টি মহিষের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে এলাকাবাসী বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের খাবার সরবারের কারণে এ মৃত্যু ঘটেছে অফিস কর্তৃপক্ষ বলছে তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি গড়ে উঠেছে বাগেরহাট জেলার খুলনা-মোংলা মহাসড়কের সুখদাড়ায়।বিভিন্ন সময় এ খামারটিতে ব্যাপক অনিয়ম ও দুনীতি ধরা পড়ে তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে সরজমিনে যেয়ে দেখা যায় বিভিন্ন সেডে ১৭ টি মহিষ মৃত্যু বরন করেছে এবং আরও কিছু সংখ্যক মহিষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। এ বিষয় জানতে চাইলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান মহিষের খাবার সরবরাহ করার জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে তারা নিন্ম মানের খাবার সরবরাহ করেছে সেই নিম্নমানের খাবার খেয়েই এই মহিষগুলো মৃত্যুবরণ করতে পারে বলে জানান তারা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মহিষ উন্নয়ন প্রজনন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরজমিনে উপস্থিত হয়ে একটি মহিষের পোস্ট মার্টাম করে ঢাকাতে প্রেরণ করেছে।
মহিষগুলো মৃত্যুর কারণ জানতে চাইলে খামারটির ম্যানেজার আহসান হাবীব প্রামাণিক জানান আমরা এখনো পর্যন্ত মৃত্যু সঠিক কোন কারণ জানতে পারিনি পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৮০ একর জায়গার ওপর ১৯৮৪-৮৫ সালে ১১১টি বিভিন্ন জাতের মহিষ নিয়ে শুরু হয় যাত্রা। তবে বর্তমানে খামারের জায়গার পরিমাণ রয়েছে প্রায় ৯০ একর। এলাকাবাসী সহ সচেতন মহলের দাবি অতি দ্রুত কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে।