ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Wednesday, October 23, 2024 - 11:35 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 64 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাসের অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. শেখর চন্দ্র দাস, অশ্রুকনা দাস, সেজুতি দাস, জমিদাতা যুগল দাস প্রমুখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক দীপক দাস বিভিন্ন সময় নানা অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। সর্বশেষ সরকারী বরাদ্ধের ২ লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য মানহীন যন্ত্রপাতি কিনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন। আর এই দূর্নীতির প্রতিবাদ করায় আইসটি শিক্ষকের স্বামীসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
এছাড়া তারা বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিবরণ তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক দীপক দাসের পদত্যাগ দাবী করেন।

Proudly Designed by: Softs Cloud