ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চুলকাটিতে  বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, October 18, 2024 - 12:24 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 63 বার

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক

হযরত মুহাম্মদ (সা)-কে নিয়ে ভারতীয় মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটূক্তিকারী এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বাগেরহাটের চুলকাটিতে বিক্ষোভ ও মানববন্ধন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ) জুম্মার নামাজ শেষে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ। বিক্ষোভ মিছিলটি খুলনা- মোংলা মহাসড়কে প্রদক্ষিণ করে মসজিদের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম, হযরত হাসান-হুসাইন (রাঃ) জামে-মসজিদের খতিব, হাফেজ মাওলানা আলি আহমাদ, মুহতামিম, ভট্ট কনকপুর মাদরাসা, মাওলানা মাহবুবুল ইসলাম, মুফাসসির খুলনা আলিয়া কামিল মাদরাসা, খানপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাতে ইসলামি আমির-মাওলানা বাকী বিল্লাহ, এসময় আরোও বক্তব্যে রাখেন আলহাজ্ব হযরত মওলানা মুফতি ফেরদাউল আলম চুলকাটি বাজার কেন্দ্রিয় জামে মসজিদেরর খতিব, হাফেজ মাওলানা আবু হুরাইরাহ, সুনগর মাদরাসা মাওলানা মোজাম্মেল হক, খতিব-সৈয়দপুর দক্ষিনপাড়া জামে মসজিদ।

বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলা তাওহিদী মুসলিম জনতা। এ ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচার করতে হবে এবং একটাই দাবি কটূক্তিকারীর ফাসি চাই দিতে হবে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, অবমাননাকারীদের বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রীয় ব্যবস্থা নিন। মুসলমানদের বিশ্বাস পরীক্ষা করবেন না। সহ্য করতে পারবেন না। আমরা রাসুলুল্লাহ সা.-এর জন্য আমাদের জীবন উৎসর্গ করবো কিন্তু অপমান সহ্য করবো না। অন্তর্র্বতী সরকার আপনি ক্ষমতায় আছেন, আপনি এখনও রাষ্ট্র নিন্দা করেননি, ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ করতে হবে। আমরা হাল ছাড়বো না। সেই দিন আর নেই। বিক্ষোভ ও মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাতুনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা রেজাউল হক, বিক্ষোভ ও মানববন্ধনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজারও ধর্মপ্রাণ তাওহিদী সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।