ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রামপালে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের  গণসংযোগ ও লিফলেট বিতরন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, October 17, 2024 - 6:30 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 54 বার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের  গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেছে  ছাত্রদলের নেতৃবৃন্দরা।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পযন্ত রামপাল উপজেলার ফয়লাবাজার থেকে শুরু করে, রনশেন, ভাগাবাজার,  চেয়ারম্যানের মোড়    ভিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন। এ সময় লিফলেট বিতরণ শেষে পৃথক পৃথক পথসভায় বক্তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন,  সোহাগ মোল্লা -সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, শারমিন সুলতানা রুমা -সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, আলী  সাদ্দাম আহমেদ দ্বীপ -সাবেক সাধারণ সম্পাদক ,,বাগেরহাট জেলা ছাত্রদল, আতিকুর রহমান রাসেল  ,সাবেক সাংগঠনিক সম্পাদক বাগেরহাট জেলা ছাত্রদল। আরো উপস্থিত ছিলেন,রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক,তরিকুল ইসলাম শোভন,যুগ্ম আহ্বায়ক , ইব্রাহিম শেখ, হাফিজ শেখ,মারুফবিল্লাহ খান,জিল্লুর রহমান,মইনুল ইসলাম প্রিন্স, মেহেদী হাসান , সদস্য আশিকুজ্জামান সুমন  , শহিদুল ইসলাম,আহাদ শেখ , জোবায়ের পরশ  , সাগর শেখ   ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ  ইউনিয়ন ছাত্রদলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।