বাগেরহাটে জেলা বিএনপি’র সচেতনতামুলক লিফলেট বিতরণ
এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি
ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাগেরহাটে জেলা বিএনপি’ সচেতনতামুলক লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। রবিবার(১৩ অক্টোবর) দুপুরে শহরের রেল রোড থেকে শুরু করে বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষের মধ্যে এডিস মশা থেকে যেন কামড়াতে না পারে এ জন্য গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হওয়া এডিস মশা যেন বংশ বৃদ্ধি করতে না পারে এ জন্য গনসচেতনতা বৃদ্ধির জন্য এই লিফলেট বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সরদার লিয়াকত আলী, মাহাবুবুর রহমান টুটুল, বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোশারেফ হোসেন মন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমূখ।