ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাউবির বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রে উপাচার্যের মতবিনিময় সভা

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, October 11, 2024 - 11:36 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 61 বার

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১১অক্টোবর শুক্রবার বাউবির বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে হলে মানসম্মত শিক্ষা ছাড়া এটি সম্ভব নয়। তিনি নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সম্মানিত সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তৃতা করেন বাগেরহাট মহিলা কলেজের অধ্যাপক শাহ আলম ফরাজী, প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয় এর অধ্যাপক রবিউল আলম, খান জাহান আলী কলেজের অধ্যাপক খন্দকার আসিব উদ্দিন রাখি, ষাটগম্বু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সরদার লিয়াকত আলী সহ বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং উক্ত উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।