ব্যবসায়ীদের নিজস্ব টাকায় চুলকাটি হাটের রাস্তা সংস্কারের কাজ চলছে
আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের হাটের ভিতরের রাস্তা সংস্কার হচ্ছে বাজারের ব্যবসায়ীদের নিজস্ব টাকায়। যাদের নেতৃত্বে এ কাজ হচ্ছে তারা যেমন বাজারের ক্রেতা ও এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছেন, তেমনি সমালোচিত হচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। জানা যায়, বিগত কয়েক বছর ধরে চুলকাটি বাজারে প্রবেশের রাস্তায় কাদা পানি জমে। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর পানি জমে থাকে। আর একটু ভারী বৃষ্টি হলেই হাটু পানি ছাড়িয়ে যায়। অথচ বাজারের হাটের ইজারা প্রতিবছর ৩০/৩২ লক্ষ টাকা। এর সাথে বকুল তলা এবং মাথাভাংগা প্রবেশের পথেও কাদা ও পানি জমে। বছরের পর বছর এ অবস্থা হলেও ইউনিয়ন পরিষদ বা অন্য কেহ এগিয়ে আসেনি। গত ৫ আগষ্ট সরকার পতনের পর বাজারের ব্যবসায়ীরা নিজস্ব টাকায় এটি সংস্কারের দায়িত্ব নেন। ব্যবসায়ী আ: কুদ্দুস শেখ, আমিনুল ইসলাম মুক্ত, শতকাত হোসেন, মো: সাইদুর রহমা, পংকজ সাহা, আলামিন ও বাজার মসজিদের ইমাম সহ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ও প্রচেষ্টায় সংস্কারের কাজ শুরু করেছেন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য দিয়ে এ সংস্কারের কাজ করছেন। এ কাজটি সমাপ্ত করতে প্রায় এক লক্ষ টাকা ব্যয় হচ্ছে বলে ব্যবসায় আ: কুদ্দুস শেখ জানান।