ফকিরহাটের বিএনপি নেতা পলাশের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বন্যার্তদের নগদ অর্থ প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশের উদ্যোগে বন্যার্তদের সাহায্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের নিকট ১ লাখ ২৫ হাজার ৭৮৫ নগদ টাকা প্রদান করা হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোবাশ্বের হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ন-আহবায়ক মোল্লা রাজু আহমেদ, যুবদলের নেতা শেখ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান পলাশ, মিরাজুল ইসলাম, সবুজ হাসান, ছাত্রদল নেতা আশিক, আল আমিন, আবু হুরাইরা, হুসাইন, ছাব্বির, রাজু, তারিকুল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীবৃন্দ। বন্যার্তদের সাহায্যের বিষয়ে ইফতেখার আহমেদ পলাশ এ প্রতিবেদককে জানান- দেশের প্রায় ১১টি জেলার মানুষের সব কিছু বন্যার পানিতে ডুবে সব শেষ হয়ে গেছে। ফকিরহাট উপজেলা বিএনপির অংগ সংগঠন ও শহীদ স্মৃতি কলেজের ছাত্রদলের সহযোগীতায় নগদ সামান্য কিছু টাকা ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর মাধ্যমে সরকারি ফান্ডে জমা দিয়েছি কিছুটা হলেও হয়তো উপকার হবে বন্যার্তদের। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান-এ উপজেলার মানুষ অবশ্যই প্রশংসার দাবীদার প্রথম থেকেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে বন্যার্তদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। যা চোখে পড়ার মত। সর্বশেষ আজকে ১ লাখ ২৫ হাজার ৭৮৫ টাকা দিলেন যা আমি বাগেরহাট জেলা ডিসি স্যারের মাধ্যমে সরকারি ফান্ডে জমা দিয়ে বন্যার্তদের মাঝে পৌছানোর ব্যবস্থা করবেন।