৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রামপাল উপজেলা ছাত্রদলের র্যালি
মেহেদী হাসান(রামপাল) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকাল ১১ টায় (খুলনা- মোংলা)মহা সড়কের ফয়লার চৌরাস্তা মোড়ে র্যালি করে রামপাল উপজেলা ছাত্রদল। বুধবার (১লা জানুয়ারি) রামপাল উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের উপস্তিতে র্যালিটি করা হয়। র্যালিতে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক, হাফিজুর রহমান হাফিজ, ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান, সদ্য সাবেক সদস্য, সাগর শেখ, শহিদুল শেখ, আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ,বাগেরহাট জেলা ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক শেখ রাসেল । উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু, সহ-সভাপতি জুয়েল আকুঞ্জি,সুমন মোড়ল, বাদশাহ,সজীব মল্লিক,হুসাইন শেখ, প্রিন্স অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রেক্ষিতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।