ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Monday, July 29, 2024 - 4:17 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 92 বার

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায়  পালন। এ দিন গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে স্বেচ্ছাসেবক লীগ সংগঠন ৩১ বছরে পদার্পণ করলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল এবং আছে । শনিবার বেলা ১২ টার সময়  (২৭ জুলাই) বাগেরহাট জেলা শাখা দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের  ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাগেরহাট জেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কাদের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভূইয়া, এবং সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মদ মনির সঞ্চালায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, পৌর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ইবনে হিরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবলীগ লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ,সদর উপজেলার যুবলীগের আহবায়ক লিটন সরকার,  বাগেরহাট জেলা শাখার ৯টি ইউনিয়নের সকল নেতাকর্মী অন্যন্যা নেতৃবৃন্দ, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুষার বোষ, সদস্য সচিব আশিকুউল্লাহ ফারাজী প্রমূখ। বিএনপি-জামাতের গত কয়েকদিনের নৈরাজ্য প্রতিরোধে অংশ নেওয়া সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি-জামাতের তান্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিপুল সংখ্যক আহত নেতাকর্মীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।