সরকারি খাল দখল করে আটকে রাখায় বিপাকে অসহায় দরিদ্র মানুষ
খুলনা প্রতিনিধি
খুলনার রুপসা থানার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বোলোটি উত্তর পাড়ায় সরকারি খাল বন্দোবস্ত নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে হৃদয় কৃতনীয়া (পিতা হৃদয় কৃতনীয়া) নামের এক আমিনের বিরুদ্ধে। ফলে বিপাকে পড়েছে এলাকার অসহায় দরিদ্র মানুষ। সরকারি খাল বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে জমির পাশে বসবাসরত অসহায় মানুষ সরকারি খালের পানি ও মাটি ব্যবহার করতে গেলে তাদের মারধর ও মামলা করে পুলিশি হয়রানি করে আসছে। সরকারি জমির উপর দিয়ে চলাচল বন্ধ, খালের পানির গতিপথ রোধ করে ফসলি জমির ক্ষতি সহ সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার অভিযোগ তুলেছেন স্থানীয় অসহায় মানুষ। এহেন কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জীবন যাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে।
সরকারি জমি গরীব, অসহায় ও ভূমিহীনের জন্য হলেও জানা যায় হৃদয় কৃতনীয়া যথেষ্ট সাবলম্বী ও সম্পত্তির মালিক হয়েও অজানা শক্তির জোরে সরকারি খাস খালের বন্দোবস্ত পেয়েছে।
জনসাধারণের কল্যাণে উক্ত খাস জমির বন্দোবস্ত বাতিল করে সঠিকভাবে বণ্টনের দাবি তুলেছে অসহায় জনগণ। যাতে করে জনজীবনে শান্তি ফিরে আসে। এবং জনসাধারণ সরকারি জমির সঠিক ব্যবহার করতে পারে। এবং খালের ভিতর দিয়ে চলাচল ও ফসল বাড়ি নিয়ে আসতে পারে সাধারণ মানুষের এই আশাবাদী।