রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ “এমভি কেএসএআইএম”
মাসুদ রানা, মোংলা
পাবনায় নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেট্রনিক্স পন্য নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে “এমভি কেএস এআইএম’ নামের বিদেশী বানিজ্যিক জাহাজ। (৩০ এপ্রিল) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ার পর রাতের পালা থেকে পন্য খালাস শুরু করে ,শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ এর প্রতিনিধিরা। বুধবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে ৫শ মেট্রিক টন পন্য খালাস করা হয়েছে বলে জানায় মিপিং এজেন্ট কর্তৃপক্ষ। মেসার্স কনভেয়ার শিপিং এজেন্ট প্রতিনিধিরা জানায়, গত ২৮ মার্চ রাতে রাশিয়ার নভোরোস্কি বন্দর থেকে ৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ মেট্রিক টন ইলেকট্রিক্যাল ক্যাবেল ও অন্যান্য মেশিনারিজ যন্ত্রাংশ বোঝাই করে রুশ জাহাজ “এমভি কেএসএআইএম” নামের বিদেশী জাহাজ। রুপপুরের পন্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজটি (৩০ এপ্রিল) মঙ্গলবার বিকালে মোংলা বন্দরে ৯ নম্বর জেটিতে নঙ্গর করে। রাশিয়া বন্দর থেকে মোংলা বন্দরে পৌছাতে এক মাস ২ দিন সময় লেগেছে। এদিন রাতের পালা থেকে দক্ষ শ্রমিক দিয়ে পন্যগুলো খালাস করে বন্দর জেটির সেটে মজুদ করা হয়। জাহাজটি সম্পন্ন খালাস করতে ৩ থেকে ৪ দিন সময় লাঘবে বলেও জানায় মেসার্স কনভেয়ার শিপিং লাইন এর প্রতিনিধিরা। খালাস শেষে মেশিনারিজ পন্যগুলো সড়ক পথে নির্মানাধিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ এর সপারভাইজার আবুল কাশেম জানায়, দক্ষ শ্রমিক দিয়ে বিরতীহিন ভাবে রুপপুরের পন্য খালাস হচ্ছে, যা সম্পন্ন করতে ৩/৪দিন সময় লাগবে। যা সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। গত ২০ মার্চ ১ হাজার ১শ ২২ মেট্রিক টন রুশ পন্য খালাস করে মোংলা বন্দর ত্যাগ করেছিল ভানুয়াটি পতাকাবাহী বানিজ্যিক জাহাজ “এমভি আনক সান”।